প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত। কারন, পৃথিবী কেবল মাত্র ক্যালেন্ডারের বা বইয়ের পাতার কতগুলি রেখা নয়। এর বাহিরেও বিশাল এক পৃথিবী রয়েছে। ভ্রমণ হলো জ্ঞানসমুদ্রের সন্ধান। গবেষণা বলছে, যারা ভ্রমণে যান তারা আর দশজন মানুষের চাইতে বেশি সুখী হন।
খুব খুশী হয়ে মাসের শুরুতে পাওয়া বেতন হাতে গেলেন একটা শখের জামা কিনতে। অথবা কিনলেন এক জোড়া জুতো, কিংবা সুন্দর কোন শাড়ি। একটু ভেবে দেখুন তো, কেনাকাটার এই আনন্দ ঠিক কতদিন স্থায়ী হয়? খেয়াল করে দেখুন, কয়দিন পরই আরেকটা জামা কিনতে ইচ্ছে করে আপনার। এমনটা শুধু আপনার সাথেই হয়, তা নয়। সবার সাথেই হয়।
এগুলো আমাদের সাময়িক আনন্দ দেয় সত্যি, কিন্তু দীর্ঘমেয়াদী সুখ কোন বস্তু দিতে পারে না। আর সুখ সেটাই দীর্ঘস্থায়ী হয় যার সাথে জুড়ে থাকে সুন্দর অনেক স্মৃতি। আর ভ্রমণই একমাত্র আপনাকে এই অনুভূতির সাথে পরিচিত করতে পারে।
যত দূরে যাবেন, তত নিজেকে আবিষ্কার করবেন। নতুন করে উদ্যম খুঁজে পাবেন। নিজেকে মনে করিয়ে দিন যে জীবন খুবই ছোট এবং বাঁধাহীন ভাবে অন্বেষণের মাধ্যমে আপনি জীবনের সঠিক ব্যবহার করতে পারেন। এই পৃথিবীটা আপনার ঘুরে দেখার জন্য।
ভ্রমণ আপনার মানসিক চাপ, বিষন্নতা ঝেড়ে ফেলে কিছুটা হলেও আপনাকে স্বাচ্ছন্দ্যেবোধে সাহায্য করবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে যাবেন।
নতুন স্থান দেখা আর নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার ফলে জীবন নিয়ে আপনার বাড়তি আগ্রহ জন্মাবে। আপনার নিজের চিন্তাগুলোকে বিকশিত করতে ভ্রমণ কাজে লাগতে পারে।
দালাই লামা বলেছেন- "বছরে অন্তত একবার এমন জায়গা ভ্রমণ করা উচিত যেখানে আপনি আগে কখনোই যাননি।"
তাই সবশেষে বলবো, সময় পেলেই বন্ধু, পরিবার কিংবা একা ভ্রমণে ছুটে যান। কারন, ভ্রমণে আনন্দ ভ্রমনেই মুক্তি!
খুব খুশী হয়ে মাসের শুরুতে পাওয়া বেতন হাতে গেলেন একটা শখের জামা কিনতে। অথবা কিনলেন এক জোড়া জুতো, কিংবা সুন্দর কোন শাড়ি। একটু ভেবে দেখুন তো, কেনাকাটার এই আনন্দ ঠিক কতদিন স্থায়ী হয়? খেয়াল করে দেখুন, কয়দিন পরই আরেকটা জামা কিনতে ইচ্ছে করে আপনার। এমনটা শুধু আপনার সাথেই হয়, তা নয়। সবার সাথেই হয়।
এগুলো আমাদের সাময়িক আনন্দ দেয় সত্যি, কিন্তু দীর্ঘমেয়াদী সুখ কোন বস্তু দিতে পারে না। আর সুখ সেটাই দীর্ঘস্থায়ী হয় যার সাথে জুড়ে থাকে সুন্দর অনেক স্মৃতি। আর ভ্রমণই একমাত্র আপনাকে এই অনুভূতির সাথে পরিচিত করতে পারে।
কেন ভ্রমন করবেন?
আপনি সারাজীবন অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু স্মৃতি তৈরি করতে পারবেন না। নতুন কোন জায়গার অভিজ্ঞতার চেয়ে টাকার মূল্য বেশি নয়। ব্যাপারটি একবার ভাবুন। ভ্রমণের মাধ্যমে আপনি সেসব গল্প বলতে পারবেন যা খুব কম লোকই বলতে পারে।যত দূরে যাবেন, তত নিজেকে আবিষ্কার করবেন। নতুন করে উদ্যম খুঁজে পাবেন। নিজেকে মনে করিয়ে দিন যে জীবন খুবই ছোট এবং বাঁধাহীন ভাবে অন্বেষণের মাধ্যমে আপনি জীবনের সঠিক ব্যবহার করতে পারেন। এই পৃথিবীটা আপনার ঘুরে দেখার জন্য।
ভ্রমণ আপনার মানসিক চাপ, বিষন্নতা ঝেড়ে ফেলে কিছুটা হলেও আপনাকে স্বাচ্ছন্দ্যেবোধে সাহায্য করবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে যাবেন।
নতুন স্থান দেখা আর নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার ফলে জীবন নিয়ে আপনার বাড়তি আগ্রহ জন্মাবে। আপনার নিজের চিন্তাগুলোকে বিকশিত করতে ভ্রমণ কাজে লাগতে পারে।
দালাই লামা বলেছেন- "বছরে অন্তত একবার এমন জায়গা ভ্রমণ করা উচিত যেখানে আপনি আগে কখনোই যাননি।"
তাই সবশেষে বলবো, সময় পেলেই বন্ধু, পরিবার কিংবা একা ভ্রমণে ছুটে যান। কারন, ভ্রমণে আনন্দ ভ্রমনেই মুক্তি!
0 comments